এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এক প্রবাসীর স্ত্রীর নানা ধরনের ছবি মোবাইল ফোনে ধারণ করে ‘ব্ল্যাকমেইল’ করার অভিযোগে খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে ব্যবসায়ী সোহেল শেখের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, সোহেলে শেখের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এর পরেও সে পরকীয়ায় জড়িয়ে যাওয়ায় সংসারে কলহের সৃষ্টি হয়। পাঁচ মাস আগে তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়।