English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

গাইবান্ধায় আটটি ককটেল ও ছয়টি পেট্রল বোমা উদ্ধার

- Advertisements -

গাইবান্ধার ফুলছড়িতে আটটি ককটেল ও ছয়টি পেট্রল বোমা, ২০টি বাঁশের লাঠি এবং ছোট বড় ৪৫টি ইটের টুকরো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া খবিরিয়া আলীম মাদ্রাসার বারান্দা থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রজব আলী।

ওসি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কে বা কারা ওই মাদ্রাসায় কিছু বিস্ফোরক দ্রব্যসহ লাঠিসোটা স্তুপ করে রেখেছে। খবর পেয়ে মাদ্রাসার বারান্দা থেকে আটটি ককটেল ও ছয়টি তাজা পেট্রল বোমা, ২০টি বাঁশের লাঠি এবং ছোট বড় ৪৫টি ইটের টুকরো উদ্ধার করা হয়।

এসময় আশপাশে লোকজনের উপস্থিতি থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অপরাধীরা পালিয়ে যায়।

ওসি রজব আলী আরও জানান, এ ব্যাপারে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোথায় থেকে এসব বিষফোরক দ্রব্য ও লাঠিসোটা এলো, কী কারণে আনা হয়েছে এবং কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন