English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

কেরানীগঞ্জে ব্যাংকে ‘ডাকাতদল’, অভিযানে সেনাবাহিনী

- Advertisements -

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল প্রবেশ করেছে। ডাকাত ধরতে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাতদল প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘ব্যাংক ভবনের ভেতরে ছয়-সাতজন ডাকাতের একটি দল প্রবেশ করে। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাতদল জিম্মি করে। হঠাৎ ব্যাংক এলাকা থেকে ডাকচিৎকার শুনে আমরা দৌড়ে আসি। এ সময় ডাকাতদল ভবনের ভেতরে ঢুকে পড়ে খবর পেয়ে তাদের উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অভিযান চালান। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

এরপর র‌্যাব, সেনাবাহিনী এসে উপস্থিত হয়। এখনো ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি।’

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ বলেন, ‘বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত ডাকাত দলের সদস্য ভেতরে অবস্থান করেছে। বাইরে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য ইউনিটের সদস্যরাও রয়েছেন।ভেতরে কতজন অবস্থান করছে এখনো জানতে পারিনি আমরা।’

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ বলেন, ‘ডাকাতদের হাতে অস্ত্র আছে। নিরাপত্তার কথা চিন্তা করে প্রথমে তাঁদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন