কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে কালাম প্রামাণিক (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের পাশের এলাকা থেকে গাছটি জব্দ করে রাতেই তার বিরুদ্ধে মামলা করা হয়। পরে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, বাড়ির আঙিনায় কৌশলে গাঁজা চাষ করছিলেন কালাম প্রামাণিক। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৪০ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কৌশলে বাড়ির আঙিনায় গাঁজা চাষ করছিলেন আসামি কালাম প্রামাণিক। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ জব্দ করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত আছে।