পিরোজপুরের নাজিরপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণকারী হিসেবে অভিযুক্তের নাম রানা শেখ (১৯)। তিনি উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. নেছফার শেখের ছেলে।
গত বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। তিনি বলেন, ‘রানা শেখ বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাব দিতেন।
আমি তাতে রাজি না হলে গত বৃহস্পতিবার আনুমানিক ৯টার দিকে আমার স্বামী ঘরে না থাকার সুযোগে আমার বাড়িতে প্রবেশ করে আমাকে ধর্ষণ করে। এ সময় আমি চিৎকার দিলে রানা শেখ দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, তাই মামলা করতে বিলম্ব হয়।’
অভিযুক্ত রানা শেখের সঙ্গে কথা বলার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয় নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম হাওলাদার বলেন, ‘আমি সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে গত শনিবার রানা শেখকে আসামি করে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন