গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় জাকির হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। এসময় জাকিরের দুই সহযোগী রাজন ও মজনু পলিয়ে গেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জাকির হোসেনের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুরে। তার বাবার নাম কাশেম আলী। জাকির ও তার সহযোগীরা চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতেন।
আতাবুল্লাহ্ নামে স্থানীয় বাসিন্দা জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবর স্থানের পাশে ব্যাগ হাতে দেখতে পান। পরে তাদের ব্যাগে কি আছে- জানতে চাওয়াতে তারা পালানো চেষ্টা করেন। পরে দৌঁড়ে জাকির হোসেনকে আটক করা গেলেও বাকি দুজন পালিয়ে যান। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় জব্দ করা হয়।
তিনি আরও জানান, চার মাস আগে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলাম নামে দুজনের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়।