সিলেট নগরীর শিবগঞ্জ মজুমদারপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বলাৎকার করেছে মাদ্রাসার এক শিক্ষক। হৃদয় মিয়া (২০) নামের ওই শিক্ষক শহরতলীর বালুচর শায়খুল ইসলাম মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি শিক্ষকতাও করত বলে জানা গেছে।
প্রাইভেট পড়াতে এসে তিনি মজুমদার পাড়ায় ওই ছাত্রকে বলাৎকার করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করেছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মজুমদারপাড়া পোস্টাল কলোনিতে এ ঘটনা ঘটে। বলাৎকারের শিকার নগরীর রাজা জিসি হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
স্কুলছাত্রের পরিবারের বরাত দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, হৃদয় মিয়া মজুমদারপাড়ার পোস্টাল কলোনির কয়েকটি বাসায় বাচ্চাদের ধর্মীয় শিক্ষা (আরবি) দিত। মঙ্গলবার ওই কলোনির বাসিন্দা রাজা জিসি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে পড়াতে এসে বলাৎকার করে। পরে শিশুটি পুরো ঘটনা তার পরিবারকে জানায়। শিশুটিকে বলাৎকারের পর হৃদয় মিয়া ওই বাসার তিনতলায় আরেক ছাত্রীকে কোরআন শরিফ পড়াতে যায়। পরে সেখান থেকে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতিতে বলাৎকারের বিষয়টি হৃদয় মিয়া স্বীকার করেছে বলেও জানান কাউন্সিলর আজাদ।
শাহ্পরাণ থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, বলাৎকারের ঘটনায় একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন