গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে সাফায়েত গাজী নামের এক কর্মীকে আটক করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের ওপর হামলা চালান আওয়ামী লীগ কর্মীরা। এতে পুলিশের ৫ সদস্য আহত হন। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।