নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে ৮৫ কেজি গাঁজাসহ মো. দেলোয়ার হোসেন (৩৬) নামে একজনকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে গাঁজা পরিবহনের কাজে একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চিটাগাং রোডস্থ শিমরাইল শাখার এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর সামনে চেকপোস্ট স্থাপন করে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, ৮৫ কেজি গাঁজার বাজার মূল্য ২১ লক্ষ টাকা। এছাড়াও গ্রেফতার ব্যক্তির দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয় খুব। অভিযান পরিচালনা করার সময় অ্যাম্বুলেন্সে কোন রোগী ছিলোনা। আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।