English

25 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

অসামাজিক কার্যকলাপ: হোটেল থেকে আটক ১০ জনকে সাজা, ছয়জনই নারী

- Advertisements -

ব্রাহ্মণবাড়িয়ার কসবার একটি হোটেল থেকে আটক ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ছয়জন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ীকেও সাজা দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার কুটি চৌমুহনী এলাকার একটি হোটেল দশজনকে আটক করা হয়। কসবা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে হোটেল শ্রমিক ভাই ভাই এ অভিযান চালানো হয়। পরে কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় নুরুজাহান, শান্তা আক্তার, জেসমিন আক্তার, নাজমা বেগমকে, মাহিনুর আক্তারকে সাতদিনের, কলি আক্তার, এনামুল হককে ১০ দিনের, আরিফুর রহমান, রাসেল মিয়া ও আলী হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে কুটিবাজারে অভিযান চালিয়ে মো. হানিফ মিয়াকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন