জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বসে মাদক সেবনের সময় ওই বিদ্যালয়ের দপ্তরিসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার সাড়ে ৩টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজুতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক।
আটকৃতরা হলেন, উপজেলার সোনামুখি ইউনিয়নের কোলা গ্রামের তসলিম উদ্দীনের ছেলে ও শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী উজ্জল হোসেন (৩২) এবং একই গ্রামের সামছুর রহমানের ছেলে রাকিব হোসেন (২০) বলে জানা গেছে।
ওসি আবু বক্কর সিদ্দীক মুঠোফোনে জানান, মঙ্গলবার রাতে ১২টার দিকে বিদ্যালয়ের অফিসে বসে তারা মাদক সেবন করছিলেন দপ্তরি উজ্জল হোসেন ও রকিব হোসেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুল হাসান মুঠোফোনে জানান, এ বিষয়টি আমি জেনেছি। প্রতিষ্ঠানের ভেতরে দপ্তরি এমন কাজ করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।