English

16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

- Advertisements -

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মালেকা বেগম (৩৪) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাতে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার স্বামী অভিযুক্ত ফেরদৌস হোসেন পলাতক।

মালেকা বেগম গোপালপুর গ্রামের জব্বার আলীর মেয়ে। তার স্বামী ফেরদৌস একই গ্রামের শহীদ মিয়ার ছেলে। এ ঘটনায় রাতেই মালেকার মা জীবননেছা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।জীবননেছা বলেন, ‘সাত বছর আগে ফেরদৌসের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বছরখানেক আগে একই উপজেলার তিল্লি ইউনিয়নের চরতিল্লি গ্রামের এক মেয়ের সঙ্গে সে প্রেম করে।

এ নিয়ে কিছু বললে আমার মেয়েকে মারধর করতো। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। মঙ্গলবার রাতে আবারও তাদের মধ্যে বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে মালেকাকে বেদম মারধর করে ফেরদৌস। অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে আনে। ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ ফেলে পালিয়ে যায় ফেরদৌস।’

মালেকার বাবা জব্বার আলী বলেন, ‘চরতিল্লি গ্রামের মেয়েটির সঙ্গে যোগাযোগ রাখবে না শর্ত দিয়ে দুই মাস আগে আমার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নেয় ফেরদৌস। তারপরও ওই মেয়েটির পরামর্শে আমার মেয়েকে হত্যা করেছে।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন