শিবগঞ্জে ৭ম শ্রেণীর এক মেয়ে শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে ৬মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত যুবক হলেন শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তেঘরিপাড়া (বত্রিশ) গ্রামের হাফিজার রহমানের ছেলে মেহেরাজ(২৫)। যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির মেয়ে শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে বুধবার বেলা ১২টা ৩০মিনিটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক ঐ যুবককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মো. আলমগীর কবীর। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।