সিরাজগঞ্জে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মহিষাহাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মাহমুদা খাতুন (৭) ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
নিহত শিশুর ভাই কবিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে থেকে মাহমুদাকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে পুকুরের মধ্যে হাঁটু পানিতে তার মরদেহ দেখতে পেয়ে আমরা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাই। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি আরো বলেন, নিহত মাহমুদার দুটি হাতই ভাঙ্গা, নাক দিয়ে রক্ত আসছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ তিনজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।