English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

৬০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

- Advertisements -
রাজশাহীতে ডিম বহনকারী একটি পিকআপ ভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা বিভাগ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর কাটাখালী এলাকায় পিকআপ ভ্যানটি তল্লাশি করে তাতে গাঁজাগুলো পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আবু হোসেন ও আহসান হাবিব। দুজনের বাড়ি কুড়িগ্রমে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল আগে থেকে কাটাকালী এলাকার সোহেল রানার চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। ভোর সাড়ে ৫টার দিকে ডিম বহনকারী একটি পিকআপ ভ্যান আসলে সেটি থামানোর পর তাতে তল্লাশি চালানো হয়। দেখা যায়, উপরে ডিমের খাচা। তাতে ডিম রাখা। নিচে প্লাস্টিকের প্যাকেট করে রাখা আছে গাঁজা। ৯০০ ডিমের নিচে লুকিয়ে রাখা ছিল ৬০ কেজি গাঁজা।
এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা জানান, খাদ্য পণ্য বহনকারী গাড়িগুলোকে আইন-শৃঙ্খলাবাহিনী দ্রুত ছেড়ে দেয়। এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে মাদক ব্যবসায়ীরা।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন