English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
- Advertisement -

৫ লাখ টাকা ‘চাঁদা না পেয়ে’ বিএনপি নেতার হামলা

- Advertisements -

রংপুরের মিঠাপুকুরে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে বালুর পয়েন্টে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। আজ বুধবার এ ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রতিকার চেয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মনিরুজ্জামান সরকার। তবে বিএনপি নেতা বলছেন, তার ওপরই হামলা হয়েছে। তিনি কাউকে হামলা করেননি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মমিনপুরে এক বছর আগে নিজের পুকুর থেকে বালু উত্তোলন করে রেখেছিলেন স্থানীয় মনিরুজ্জামান সরকার। গতকাল মঙ্গলবার থেকে বালু বিক্রি শুরু করলে মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হযরত আলী পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিএনপি নেতার বোনজামাই মামুনুর রশিদের সঙ্গে আগের জমিজমার দ্বন্দ্বকে পুঁজি করা হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা হযরত আলীর নেতৃত্বে আবু বক্কর, গোলাম মিয়া, আফিয়া খাতুনসহ অজ্ঞাতনামা চার-পাঁচ জন লাঠি, হকিস্টিক, লোহার রড ও ধারাল ছুরি নিয়ে বালু পরিবহনের ট্রাকটর আটকিয়ে দেন।

ওই খবর পেয়ে ঘটনাস্থলে মনিরুজ্জামান সরকারের পরিবারের লোকজন গেলে বিএনপি নেতা ও তার লোকজনের হামলায় মশিয়ার রহমান, মালেকুজ্জামান, গোলাপ মিয়া গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

হামলায় আহত মালেকুজ্জামান জানান, ‘মারামারির পর হযরত আলী মীমাংসার প্রস্তাব দিয়েছে। অন্যথায় এক বছর আগে উত্তোলন করা বালুর জন্য দলীয় প্রভাব খাটিয়ে উপজেলা প্রশাসনকে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হুমকি দিয়েছে। এক বছর থেকে উপজেলা প্রশাসন কোনো মামলা দিল না, এখন আমাদের নাকি ইউএনও-এসিল্যান্ড মামলা দেবে। আমরা এর ন্যায্য বিচার চাই।’

এ বিষয়ে ভুক্তভোগী মনিরুজ্জামান সরকার বলেন, ‘জমিজমা নিয়ে স্থানীয় বিএনপি নেতা হযরত আলীর বোনজামাই মামুনুর রশিদের সঙ্গে দ্বন্দ্ব চলমান। আজকে এটা নিয়ে থানায় বসার কথা ছিল। এর মধ্যে বিএনপি নেতা হযরত আলীর দাবিকৃত চাঁদা না দেওয়ায় আজকে আমাদের ট্রাক্টর আটকিয়ে দলীয় নেতাকর্মী নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে উল্টো নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে আমাদের ওপর মিথ্যা মামলার পায়তারা করতেছে। এখন শুনতেছি হযরত আলী বিএনপি নেতা হওয়ায় আমাদের মামলা হতে দেবে না। আমি সরকারের কাছে ন্যায়বিচার চাই।’

মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হযরত আলী বলেন, ‘আমার বোনের সঙ্গে বিরোধকৃত জমি দখল করে ওরা বালু পরিবহন করছিল। এ বিষয়ে কথা বলার জন্য ৪-৫ জন গেলে আমার ওপর হামলা করলে একপর্যায়ে হাতাহাতি হওয়ার পর ওরা আমার বোনের বাড়ি ভাঙচুর করে। আমি কোনো চাঁদা দাবি করিনি। বালু বিক্রি করাই তো অপরাধ। তার ওপর ওরা আমার ওপর হামলা করে অপবাদ দিতেছে।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, ‘আগের জমিজমার দ্বন্দ্বকে কেন্দ্র করে মারামারি হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। দুই পক্ষের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন