পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামে (বোথলা সংলগ্ন) দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টায় লাভলু (৪৮) নামের এক ব্যক্তির আংশিক লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননী ওই গৃহবধূর সাথে পশ্চিম পশারীবুনিয়া গ্রামের কাঞ্চন আলী হাওলাদার এর ছেলে মুদি দোকানী লাভলু হাওলাদার এর পরকীয়া সম্পর্ক তৈরি হয় এবং স্বামীর অনুপস্থিতিতে রাতের আধারে প্রায়ই ওই গৃহবধূর সাথে তিনি দেখা করতেন।
সম্প্রতি তাদের সম্পর্কের টানা-পোড়েন চলছিল। শুক্রবার গভীর রাতে স্বামীর অনুপস্থিতিতে লাভলু ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে গৃহবধূ কৌশলে তার পুরুষাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে পোচ দিয়ে কেটে ফেলার চেষ্টা করেন এবং কুপিয়ে আহত করেন।
আহত লাভলুর চাচা মিলন হাওলাদার জানান, লাভলুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই গৃহবধূ নিজেকে মামলা থেকে বাঁচাতে ভাণ্ডারিয়া থানায় মামলা করার জন্য চেষ্টা চালাচ্ছেন।
ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো: ফারুক আলম সাংবাদিকদের জানান, ওই গৃহবধূ লিখিত অভিযোগ নিয়ে থানায় উপস্থিত হয়েছেন।