English

27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
- Advertisement -

২০ টাকা কেজি দরে নতুন বই বেচে গ্রেপ্তার প্রধান শিক্ষক

- Advertisements -

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নছরতপুরে চলতি শিক্ষাবর্ষের ৭০ কেজি নতুন বই বিক্রি করে গ্রেপ্তার হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বুধবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisements

এর আগে স্থানীয়দের থেকে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে একটি ভ্রাম্যমাণ দোকান থেকে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী। এরপর তিনি বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আয়েশা আক্তার উপজেলার কদমতলী রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই গ্রামের মৃত আব্দুল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানায়, উপজেলার কদমতলী রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ভাঙ্গারি ব্যবসায়ী সৈয়দ আলীর কাছে ২০ টাকা কেজি দরে ৭০ কেজি বই এক হাজার ৪০০ টাকায় বিক্রি করেছেন। ওই ভাঙ্গারি ব্যবসায়ী বইগুলো নছরতরপুর মা ফিলিং স্টেশনের বিপরীতে একটি পাইকারি ভাঙ্গারি দোকানে বিক্রির জন্য নিয়ে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়েন।

Advertisements

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বইগুলো জব্দ ও মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণির বিভিন্ন বই জব্দ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত করে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম বলেন, ‘ঘটনার খবর পেয়ে শিক্ষা কর্মকর্তা ও পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত শিক্ষক ও ভাঙ্গারি ব্যবসায়ীকে ইউএনও কার্যালয়ে ডাকা হয়। তাদের বক্তব্য গ্রহণ করে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বুধবার সকালে শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মো. কবির হোসেন জানান, শুধু প্রধান শিক্ষক আয়েশা আক্তারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙ্গারি ব্যবসায়ী সৈয়দ আলীকে আসামি করা না হলেও তাকে মামলায় সাক্ষী করা হয়েছে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন