English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

- Advertisements -

বগুড়ার গবাতলী উপজেলায় ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত নয়ন বগুড়া গাবতলী উপজেলার মরিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

শনিবার (১১ মার্চ) রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে উপজেলার মহিষাবন ইউনিয়নের দেবুতুরপাড়ায় নয়নের ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে নয়নকে কুপিয়ে আহত করে ওই গ্রামে এক বাঁশবাগানে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মারা যায় তিনি।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, নয়ন ওই এলাকার চিহ্নিত অপরাধী ছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতিসহ মোট ১৯টি মামলা চলমান। খুনের প্রকৃত কারণ নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে।

তিনি আরও জনান, নয়নের মরদেহ ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন