চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলার আসামি কিশোর গ্যাং লিডার সাকিব প্রকাশ ওরফে টোকাই সাকিবকে আটক করছে সাতকানিয়া থানা পুলিশ।
সোমবার (৮ জুলাই) দুপুরে সাতকানিয়ার যুবলীগ কর্মী মাহমুদুল হক হত্যা মামলার অন্যতম এই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ২৪ বছর বয়সী সাকিব ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিয়ার ছেলে।
সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার গণমাধ্যমকে বলেন, ছদাহা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাকিবকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, সাতকানিয়া থানার বিশেষ অভিযানে ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়।