English

18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

- Advertisements -

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আওয়াল মল গ্রামে সুমনা বেগম (২৩) নামের দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর পর হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেছেন স্বামী আল আমিন। সুমনা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।

নিহত সুমনা নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুস সহিদের মেয়ে এবং বানিয়াচং উপজেলার আওয়াল মহল গ্রামের আল আমিনের স্ত্রী। সোমবার (১১ অক্টোবর) রাতে আল আমিন তাকে মৃত অবস্থায় নিয়ে আসে হবিগঞ্জ সদর হাসপাতালে। পরে তিনি লাশ ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। মঙ্গলবার সকালে খবর পেয়ে সুমনার পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন।

সুমনার পরিবারের দাবি, আল আমিনের ঝগড়া বিবাদ চলছিল সুমনার। আল আমিন তাদের মেয়েকে হত্যা করেছে। পরিবারের সদস্যরা বলেন, ‘যদি হত্যা না করা হত, তবে আল আমিন লাশ রেখে পালিয়ে যেত না।’

খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করে। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন