English

20 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

হার মেনে নিতে না পেরে ক্ষোভে ২ কিশোরকে কুপিয়ে জখম করলো আর্জেন্টাইন সমর্থকরা

- Advertisements -

ফিফা বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। প্রিয় দলের এই হার মেনে নিতে না পেরে ক্ষোভে দুই কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আর্জেন্টাইন সমর্থকদের বিরুদ্ধে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আর্জেন্টিনার সমর্থকরা সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় এই ঘটনা ঘটান। আহত দুই কিশোর আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বক্তারপুর এলাকায় সবাই মিলে খেলা দেখার আয়োজন হয়। খেলার শেষ পর্যায়ে আর্জেন্টিনার হেরে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন দলটির সমর্থকরা। এক পর্যায়ে দুই কিশোরের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে প্রায় ২০-২২ জন আর্জেন্টাইন সমর্থক মিলে মেহেদী ও আল আল আমিনের ওপর হামলা চালান। এক পর্যায়ে দুই কিশোরকে তাদের এলোপাতাড়ি মারধরের পর কুপিয়ে জখম করে তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারবিন জসিম বলেন, গুরুতর জখম অবস্থায় দুই কিশোরকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে আল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন