পারিবারিক কলহের জের ধরে পিরোজপুরের স্বরূপকাঠিতে স্বামী জাহারুল ইসলাম উজিরের (৪৫) দুই হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে জাহারুলের বোন পারভীন আক্তার বাদী হয়ে জাহারুলের স্ত্রী মুর্শিদা বেগমসহ আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে ওই মামলা দায়ের করেন।
পুলিশ জাহারুলের স্ত্রী মুর্শিদাকে গ্রেপ্তার করে শনিবার সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মুর্শিদা স্বামী কর্তৃক নির্যাতনে অতিষ্ট হয়ে তার স্বামীকে ধারালো দা দিয়ে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্নের কথা স্বীকার করেছে বলে জানান নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন।
তিনি জানান, কোপানোর কাজে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মুর্শিদার দেওয়া তথ্য অনুযায়ী তাদের বাড়ির পাশের খালে বিচ্ছিন্ন দুই হাতের কব্জি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
এ বিষয়ে একটি মামলা রুজু শেষে মুর্শিদাকে গ্রেপ্তার করে শনিবার সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
জাহারুলের ভাগিনা নাসির জানায়, বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাহারুলের শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।