English

30 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
- Advertisement -

স্কুলছাত্র হত্যা মামলায় আ. লীগের অর্থ যোগানদাতা গ্রেপ্তার

- Advertisements -

বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে স্কুলছাত্র রাতুল (১৩) হত্যা মামলায় মঞ্জু সরকার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা, পরিবহন ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের সহযোগী। মঞ্জু সরকার বিগত সময় আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ সহচর ছিলেন।

বিএনপির হরতালে তার মালিকানাধীন বাস চালু রাখায় বেশ কয়েকবার তার বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পাঁচ আগস্টের পর তিনি একজন বিএনপি নেতার পেট্রোল পাম্প ভাড়া নিয়ে তা পরিচালনা করে আসছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন মঞ্জু সরকারকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চারমাথা এলাকা থেকে স্কুলছাত্র রাতুল হত্যা মামলার ৩০ নম্বর আসামি মঞ্জু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

সেদিন কোহলিকে কী বলেছিলেন ধোনি?

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন