ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কমান্ডার বাজারের মুদি দোকানি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনকে (৫৫) এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে সোনাগাজী নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গত শুক্রবার দুপুরে ১১ বছরের শিশু কন্যা চিপস কিনতে গেলে দোকানের আশপাশে কোনো লোকজন না দেখে একা পেয়ে দোকানের ভিতরে ঢুকিয়ে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন ও চুম্বন করেন। পরে লোকজন আসতে দেখলে ছেড়ে দিলে কাঁদতে কাঁদতে শিশুটি বাড়িতে গিয়ে মা বাবাকে ঘটনাটি জানায়।
এলাকার গণ্যমান্য লোকজনের পরামর্শে শিশুটির মা থানায় বাদী হয়ে মামলা করলে শনিবার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ বাড়ি থেকে কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। ঘটনা চারোদিকে চাউর হলে এলাকার মানুষ তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি আসামি কামাল উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন্দ জানান, শ্লীলতাহানির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।