জামালপুরের দেওয়ানগঞ্জে সেহরির সময় মাইকে ডাকাডাকির জেরে মসজিদের ইমামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হামলার অভিযোগ উঠেছে জাকির হোসেন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার সরদারপাড়া তৌহিদি মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বাহাদুরাবাদ সরদারপাড়া জামে মসজিদ থেকে বের হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।বিক্ষোভকারী মুসল্লিরা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার সর্দারপাড়া নাদু ব্যাপারীর ছেলে জাকির হোসেন সরদারপাড়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ সোহাগের বিরুদ্ধে সেহরির সময় মাইকে অতিরিক্ত ডাকাডাকির অভিযোগ আনেন।
পরে ওইদিন রাতে তারাবীহর নামাজ শেষে ইমাম নুর মোহাম্মদকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে পুলিশ নুর মোহাম্মদকে আটক করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে মুসল্লিরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। প্রতিবাদের মুখে পুলিশ ইমাম নুর মোহাম্মদ সোহাগকে ছেড়ে দেয়।
সর্দারপাড়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ সোহাগ জানান, সেহরির সময় মাইকে ডাকাডাকির জেরে জাকির হোসেন একা পেয়ে গালিগালাজ ও মারধর করেন।
সর্দারপাড়া গ্রামের মো. ইয়াদ আলী, নুরু মিয়া জানান, জাকির হোসেন নেশাখোর। প্রতিদিন তিনি মদ-গাঁজাসহ বিভিন্ন নেশাদ্রব্য সেবন করেন। সে কারণে সে রমজান মাসে সেহরির সময় মসজিদের মাইকে রোজাদারদের ডাকতে বাঁধার সৃষ্টি করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর মুঠোফোনে বলেন, বিক্ষোভের বিষয়টি জানেন। এখনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইমামকে আটক করার বিষয়ে জানতে চাইলে ওসি জানান, আটক করা হয়নি। অভিযোগের ভিত্তিতে ইমামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তখন উত্তেজিত জনতার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়।