চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের কদমরসুল এলাকায় সাড়ে চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় আবদুল কুদ্দুস লিটন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিনগত রাত সোয়া ৯টার দিকে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করে স্থানীয় জনতা।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ষণচেষ্টার অভিযোগে বুধবার রাতেই আটক যুবকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার লিটন নোয়াখালীর সেনবাগ উপজেলার জনৈক সামশুল হকের ছেলে। তিনি ভাটিয়ারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কদমরসুল এলাকার আমিন কোম্পানির ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, লিটন একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বাবুর্চি হিসেবে কাজ করেন। সম্প্রতি ঈদের ছুটিতে তার স্ত্রী গ্রামের বাড়িতে যান। বুধবার বিকেলে পাশের বাসার সাড়ে চার বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়। এসময় লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বলেন, সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে লিটন নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে। বুধবার রাত সোয়া নয়টার দিকে তাকে থানায় আনা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।