সিলেটে বাসার মালিকের ছোট ভাইয়ের হাতে ধর্ষণের শিকার হয়েছে ভাড়াটিয়া এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৭)। এ ঘটনায় মো. মুহিবুল ( ৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার ( ৯ মে ) সকালে সিলেট নগরের কুমারগাঁও এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। দুপুরে সংবাদ পেয়ে জালালাবাদ থানা পুলিশ মুহিবুলকে আটক করে। মুহিবুল কুমারগাঁও এলাকার মৃত আহসান আলীর ছেলে।
ধর্ষণের শিকার কিশোরীকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
পুলিশ এবং ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, কুমারগাঁও এলাকার একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই কিশোরীর পরিবার। সোমবার সকালে কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন মুহিবুল। এরপর তাদের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
সোমবার রাতে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ধর্ষণের ঘটনায় মহিবুল নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে রুজু প্রক্রিয়াধীন।