English

29 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
- Advertisement -

সিলেটে ট্রেনে ছিনতাইকালে আটক ২

- Advertisements -

সিলেটে দিনদুপুরে ট্রেনে ছিনতাইকালে জনতার হাতে দুই ছিনতাইকারী আটক হয়েছেন। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছোরাও উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১ মার্চ) বেলা ১টার দিকে মোগলাবাজার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা তাদের একজনের নাম আলাল ও অপরজনের নাম ইমন বলে জানায়। তারা সিলেট রেলওয়ে স্টেশন ও ক্বিন ব্রিজের পাশে ভাসমান অবস্থায় বসবাস করে আসছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ওই দুই ছিনতাইকারী সিলেট থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা ট্রেনে ওঠে। তারা এক যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় তাকে আটক করা হয়।

মোগলাবাজার থানার এসআই নুরুল ইসলাম জানান, ওই দুজন ট্রেনের ভেতর ছিনতাই করছিল। এ সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশে দিয়েছে। তাদেরকে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন