সিলেটের বিয়ানীবাজারে দশ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৮ টায় উপজেলার বৈরাগী বাজারে এই ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক জকিগঞ্জ উপজেলার বেউর গ্রামের সেবুল আহমদ (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল আটটার দিকে শিশুটির মা রান্না করছিলেন। এমন সময় পাশের বাসার ভাড়াটিয়া অটোরিকশাচালক সেবুল শিশুটিকে ডেকে নিয়ে আকবর টের্ডাসের রিকশা গ্যারেজে বলাৎকার করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সেবুল পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে শিশুটির বাবা থানায় অভিযোগ করলে স্থানীয় বৈরাগী বাজার থেকে সেবুলকে গ্রেপ্তার করে পুলিশ।
বিয়ানীবাজার থানার অফির্সাস ইনর্চাজ (ওসি) হিল্লোল রায় বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামালা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।