ঢাকার সাভারে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে খোকন মোল্লা (৪৯) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
রোববার (৩ এপ্রিল) দুপুরে সাভার পৌরসভার শিমুলতলার সিআরপি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত খোকন মোল্লা খুলনা জেলার দিখলিয়া থানার বারচাদ বামন এলাকার পাছু মোল্লার ছেলে।
ভুক্তভোগী ওই নারী জানান, বিয়ের কয়েক মাস পর থেকে তার স্বামী খোকনের অবৈধ সম্পর্কের বিষয়টি তিনি জানতে পারেন। আর স্বামীর পরকীয়ার বিষয় নিয়ে কথা বললেই তাকে বেধরক মারধর করেন খোকন। নির্যাতন সহ্য করতে না পেরে ওই নারী দুই সন্তান নিয়ে গত ১ এপ্রিল শিমুলতলা এলাকায় একটি বাসাভাড়া নিয়ে থাকতে শুরু করেন। রোববার দুপুরে খোকন ওই বাসায় গিয়ে তাকে মারধর করে মাথার চুল কেটে দেন। পরে সেখান থেকে পালিয়ে যান তিনি।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, চুল কাটার একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।