পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে স্থানীয়রা কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাঠের মধ্যে একটি গ্রামীণ কবরস্থান রয়েছে। আজ সকালে ওই কবরস্থানের পুরোনো কবরে এলোমেলো গর্ত দেখতে পান এলাকাবাসী। পরে তারা কবরস্থানের ভেতরে দেখতে পান সাদা কাপড় পড়ে আছে।
এর মধ্যে কোনো কঙ্কাল নেই। এভাবে দুষ্কৃতকারীরা একজন নারী, একজন পুরুষ ও একটি শিশুর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাদের স্বজনদের কবর ঠিক আছে কি না, তা দেখার জন্য কবরস্থানে ভিড় করেন।
রাজাপুর গ্রামের মৃত আহেদ আলীর ছেলে জালাল উদ্দিন জানান, কবরস্থানের কাছে তিনি তিল শুকাচ্ছিলেন। হঠাৎ নজরে আসে একটি কবরের বাঁশের চাতাল উঁচু হয়ে আছে।
তখন তিনি অন্যদের সঙ্গে নিয়ে কবরস্থানে গিয়ে দেখেন কবরটিতে গর্ত করা। পরে তারা মাটি সরিয়ে দেখেন কবরের ভেতরে কঙ্কাল নেই। এভাবে একে একে তিনটি কবর থেকে দুষ্কৃতকারীরা তিনটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘কবর থেকে কঙ্গল চুরি এটা খুবই অপ্রত্যাশিত। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয়। তবে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’