বরিশালের আগৈলঝাড়ায় সবজি ক্ষেতে লাগানো চার ফুট উচ্চতার গাঁজার গাছসহ চাষীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় শনিবার (১১ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। রোববার (১২ মার্চ) সকালে গ্রেপ্তার চাষীকে আদালত পাঠানো হয়।
গ্রেপ্তার মো. সোবাহন মৃধাকে (৬০) উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত ইউনুস মৃধার ছেলে।
আগৈলঝাড়া থানা ওসি গোলাম ছরোয়ার জানান, শনিবার (১১ মার্চ) থানা পুলশের ডিউটি চলাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাদল হাওলাদারের মাছের ঘেরের পাশে এক ব্যক্তি তার নিজের সবজি ক্ষেতে লাগানো গাঁজা গাছের পরিচর্যা করছে। খবর পেয়ে এসআই তারিকুল ইসলাম ও এএসআই আল মামুনকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় গাঁজা গাছের পরিচর্যারত অবস্থায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় মো. সোবাহন মৃধাকে আটক করা হয়। এসময় তার নিজের জমিতে সবজি খেত থেকে চার ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ করে পুলিশ।
তিনি জানান, এ ঘটনায় শনিবার রাতে এসআই মো. তারিকুল আসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার গাঁজা চাষী সোবাহান মৃধা ও জব্দ করা গাঁজা গাছ রোববার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।