English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

শ্রীপুরে ব্যবসায়ীর টাকা নিয়ে পালালো কর্মচারী

- Advertisements -

গাজীপুর জেলার শ্রীপুরের এমসি বাজারস্থ আয়েশা নির্মাণ ট্রেডার্সের কর্মচারী ২৮ নভেম্বর রবিবার ১ লক্ষ ৪২ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে আয়েশা নির্মাণ ট্রের্ডাসের স্বত্বাধিকারী আব্দুল রাজ্জাক বাদী হয়ে অভিযুক্ত কর্মচারী ময়মনসিংহের গৌরীপুরের সরিষাহাটি গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো.মামুন (২৮) এর বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর বেলা এগারোটার দিকে এক লাখ ৪২হাজার টাকা দিয়ে অভিযুক্ত মামুনকে মাওনা চৌরাস্তা শাখার ইসলামী ব্যাংকে জমা দিতে পাঠানো হয়। পরে উক্ত টাকা ব্যাংকে জমা না দিয়ে এই কর্মচারী পালিয়েছে। তার মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে এই কর্মচারী ০১৩০৮-৫৯৪০৩৩ থেকে দোকানের স্বত্বাধিকারীর মোবাইলে মেসেজ দিয়ে টাকা নিয়ে উধাও হয়ে গেছে আর ফিরে আসবে না বলে জানান।

এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন