কুমিল্লায় জুয়ার টাকা জোগাড়ের অভিযোগে শ্বশুরবাড়ি থেকে গরু চুরির সময় জামাতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেবিদ্বারে মঙ্গলবার রাতে এমন ঘটনা ঘটে। এ সময় একটি কালো রংয়ের গরু এবং সিএনজি গাড়ি উদ্ধার করা হয়। বুধবার দুপুরের পরে তাদেরকে আদালতে পাঠানো হবে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন ধর্মপুর এলাকার ২৬ বছর বয়সী জুয়েল, সাতরা চম্পকনগর এলাকার ২৮ বছর বয়সী মো. রাসেল ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।
ওসি কমল বলেন, ‘১৩ ফেব্রুয়ারি বিকেলে গ্রেপ্তার তিনজন বরুড়া একটি গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায়। পরে গরুটি নিয়ে পার্শ্ববর্তী দেবিদ্বারে দিয়ে যাওয়ায় সময় পুলিশের চেকপোস্টে ধরা পরে।’
ওসি আরও জানান, বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় জুয়েলের শ্বশুরবাড়ি। সোমবার বিকেলে জুয়েল তার অন্য দুই সহযোগীকে নিয়ে গরু চুরি করে। এই গরু বিক্রি করে তারা জুয়া খেলত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
বরুড়া থেকে থানায় এসে গরুর মালিক আমির হোসেন গ্রেপ্তার তিন চোরের বিরুদ্ধে মামলা করেন বলেও জানান ওসি।