রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে আলিয়ারহাট দাখিল পরীক্ষা চলাকালে প্রশ্নের উত্তরপত্র ফটোকপি করার দায়ে আতিকুল রহমান নামে এক যুবককে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ মার্চ) দুপুরের দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান (২৫) উপজেলার সোনাদেউল গ্রামের শাহজাহান আলীর ছেলে।
এর আগে উপজেলার আলিয়ারহাট পরীক্ষা কেন্দ্রের পাশে কম্পিউটার দোকান থেকে ফটোকপি করা অবস্থায় তাকে আটক করা হয়।
ইউএনও তাহমিনা আক্তার বলেন এখনকার দিনে পরীক্ষায় নকল এটা মেনে নেওয়া যায় না। আতিকুল নামের ওই ছেলেটি কম্পিউটার দোকানে প্রশ্নের উত্তরপত্র ফটোকপি করে পরীক্ষার হলে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে হয়েছে।