English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

শিবগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, ইয়াবাসহ ২১ জুয়ারু গ্রেফতার

- Advertisements -

রশিদুর রহমান রানা: বগুড়ার শিবগঞ্জে জুয়ার আসরে থানা পুলিশের হানা, ৬০ পিচ ইয়াবা, জুয়া খেলার সরঞ্জমাদি সহ ২১জন জুয়ারুকে আটক করেছে পুলিশ।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাককোলা গ্রামের মুছা প্রাং এর বাড়িতে অভিযান চালায়।

জুয়া খেলা ও ইয়াবা সেবন করা অবস্থায় ওই আসর থেকে ২১ জন কে আটক করে। এসময় পুলিশ জুয়া খেলার সরঞ্জমাদি ও ৬০ পিচ ইয়াবা জব্দ করে। আটকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার ভাককোলা গ্রামের মালেক মিয়ার ছেলে মুছা প্রাং (৪৬), এইক উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের হারেজ আলীর ছেলে রবিউল ইসলাম (২৪), একই গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে শাকিল (২৫), টেপাগাড়ী গ্রামের দুলাল এর ছেলে হামিদুল ইসলাম (২৫), শংকরপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে বাপ্পারাজ (২৮), রহবল হাজিপাড়া গ্রামের ছিদ্দিক এর ছেলে ফিরোজ (২৬), ভাককোলা গ্রামের আঃ বারী ছেলে রুবেল (৩০), টেপাগাড়ী গ্রামের আবুল হোসেন এর ছেলে মোকলেছুর রহমান (৩৫), একই গ্রামের আশরাফুল ইসলাম এর ছেলে রায়হান (৩২), শংকরপুর গ্রামের আব্দুল জলিল এর ছেলে হোসেন (২৭), মুরাদপুর গ্রামের মোজাম্মেল হোসেন এর ছেলে মিনাজুল (৩৮), শংকপুর গ্রামের কাজেমুদ্দিন কুদ্দুস (৩৬), রাঙ্গামাটিয়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে অন্তর (২৬), ভাককোলা গ্রামের একরাম হোসেন এর ছেলে খলিল (৪০), রহবল গ্রামের রুহুল আমিন এর ছেলে মিলন (৪৫), বন্তেঘরী গ্রামের ওয়াজেদ আলী এর ছেলে এমদাদুল (৪২), বাদিয়াচরা গ্রামের আজাদ এর ছেলে ফটু (৩১), রহবল গ্রামের সেকেন্দার আলীর ছেলে মিজানুর রহমান (২৭), একই গ্রামের জালাল উদ্দিন এর ছেলে বাদল (২৮), শংকরপুর গ্রামের বুলু মিয়ার ছেলে রানা (৩৭), রহবল গ্রামের নিজাম উদ্দিন এর ছেলে রিপন (৩০)।

তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার অফিসার ইসচার্জ দীপক কুমার দাস।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন