হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে দুই কেজি ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ভেতরে টিজিআর গুদামের নিকট টয়লেট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ থেকে রায়হান রাকিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টিজিআর গুদামের নিকট টয়লেটে অভিযান চালানো হয়। এ সময় টয়লেটের পানি নির্গমন পাইপের মুখ থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ডিম্বাকৃতির নীল রঙের স্কচটেপে মোড়ানো সোনার তরল পেস্ট করা স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় দুই কেজি ১০০ গ্রাম। বিশেষজ্ঞদের মতে পেস্ট করা সোনা থেকে তরল বাষ্পীভূত হলে প্রতি ১০০ গ্রাম সোনা থেকে ৯.৫০-১০ গ্রাম ওজন কমে যেতে পারে। এ ক্ষেত্রে জব্দকৃত স্বর্ণের ওজন কমে আনুমানিক ১ কেজি ৮৯০ গ্রাম হতে পারে, যার আনুমানিক বাজারদর প্রায় ১ কোটি ৮৯ লাখ টাকা। উদ্ধার করা স্বর্ণগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।