নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে আপন বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই মিজান (৩৮) খুন হয়েছে। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউপির কাশেমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিজান কাশেমপুর এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে। এঘটনায় বড় ভাই দুলালকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই দুলাল আক্রোশের বশে তার ছোট ভাই মিজানের মাথায় ইট দিয়ে আঘাত করলে সে মাটিতে লুলিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত আবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে লালপুর থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বড় ভাই দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানায়, ঘটনাস্থল পরিদর্শ করে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের ভাই দুলালকে গ্রেফতার করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন