লালন-পালনের কথা বলে ১৭ মাসের এক শিশুকে গাজীপুর থেকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়। পরে শিশুটিকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পুলিশ। এ সময় অপহরণকারী ও শিশুটির ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাদের রিমান্ড আবেদনসহ গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উদ্ধারকৃত শিশুর নাম মো. রুহান মোস্তফা (১৭ মাস)। সে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন চালকুঠি এলাকার মো. আজিজুল ইসলামের ছেলে। শিশুটির বাবা-মা গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর বিলাশপুর এলাকায় সামাদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।
গ্রেফতার অপহরণকারী মো. শরিফুল আলম লিটন (৪৫) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কোদালিয়া এলাকার মো. শফিউল আলম ওরফে হকা মেলেটারির ছেলে। তিনি অপহৃত শিশুটির বাবা-মায়ের ভাড়া বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকেন।
অপরদিকে শিশুটির ক্রেতা মো. জাহাঙ্গীর আলম (২৯) চাঁদপুর জেলার মতলব থানাধীন চর মাছুয়া এলাকার মো. আক্কাছ আলী মোল্লার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর বিলাসপুর এলাকায় দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, শিশুটির বাবা-মা গত ১০ জানুয়ারি গ্রামের বাড়ি থেকে গাজীপুরে এসে ওই ভাড়া বাসায় ওঠেন। পরে তারা স্থানীয় একটি কারখানায় চাকরি নেন। আসামি মো. শরিফুল আলম লিটন তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া। পাশাপাশি কক্ষে থাকার কারণে তাদের মধ্যে কথাবার্তা হয়।
এ সুযোগে আসামি কৌশলে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। আজিজুল ইসলাম ও তার স্ত্রী দুজনই চাকরি করার সুবাদে আসামি শরিফুল আলম লিটন শিশু রুহান মোস্তফাকে লালন-পালন করার ইচ্ছা পোষণ করেন এবং আজিজুলকে তা জানান।
আজিজুল ইসলাম সরল মনে বিশ্বাস করে তার শিশু সন্তানকে লালন-পালন করার দায়িত্ব দেন। এজন্য আজিজুল আসামিকে মাসিক ৩ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন।