English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

লক্ষ্মীপুরে জনতার ধাওয়ায় বিদেশী পিস্তলসহ যুবক আটক

- Advertisements -

লক্ষ্মীপুরে ধাওয়া করে দেশীয় অস্ত্র ও দুটি বিদেশী পিস্তলসহ মো. সোহেল নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। সোমবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের তালতলা এলাকা থেকে অস্ত্রসহ সোহেলকে আটক করা হয়েছে।

আটক সোহেল তালতলা এলাকার মো. হারুনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটো রিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি ধামকি দেয়। এসময় তারা তারেককে গুলি করার ভয়ও দেখায়। একপর্যায়ে তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে।

এসময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে যায়। তবে জনতার হাতে সোহেল ধরা পড়ে। তার কাছ থেকে রিভলবার ও নাইন এম এম নামে দুটি বিদেশী পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।

খবর পেয়ে লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার ও কিভাবে ওই যুবকের কাছে আসছে তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত চলছে। তাকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন