English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

রিকশা চুরি করাই তার পেশা

- Advertisements -

নোয়াখালী সদর উপজেলা থেকে মো. আবদুল কাদের জিল্লাল (২৮) নামে পেশাদার এক অটোরিকশা চোরকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৭টি চোরাই অটোরিকশা জব্দ করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরশুল্যকিয়া গ্রামের নুরু পাটোয়ারীর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, আসামি একটি সক্রিয় অটোরিকশা চোরই চক্রের সদস্য। বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) চুরি করাই তাদের পেশা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চৌধুরী হাটের দক্ষিণে চর আফজল গ্রাম থেকে চোরাই সাতটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, চোরাই চক্রের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আসামি জিল্লালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন