জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রাতে দেখা করবে বলে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক ও দুই বন্ধুর বিরুদ্ধে। ধর্ষণের ঘটনাটি মুঠোফোনে ধারণ করায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পাঁচবিবি উপজেলার গ্রামের ফসলি মাঠের গভীর নলকূপের ঘরে ধর্ষণের শিকার হয় ওই তরুণী।
পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম ও পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। ওই কিশোরীর অভিযোগ, তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার কাছে ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে। তবে এখনো অন্যান্য অভিযুক্তরা আটক হয়নি।
ওসি পলাশ চন্দ্র দেব গণমাধ্যমকে বলেন, ‘১৬ বছরের ওই কিশোরীর সঙ্গে তরুণের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে ওই কিশোরীকে তার প্রেমিক গ্রামের ফসলি মাঠের একটি গভীর নলকূপের ঘরে আসতে বলে। ওই কিশোরী গভীর নলকূপের ঘরে গিয়ে তার প্রেমিকের সঙ্গে আরও দু’জনকে দেখতে পায়। তখন এনিয়ে তার প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিশোরীকে দুই বন্ধু ও প্রেমিক মিলে জোরপূর্বক ধর্ষণ করে।’