রাজশাহীর গোদাগাড়ীর বালিয়াঘাট্টা কাশিমপুর এলাকা থেকে তিনটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ১৯ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাবের দাবি আটক ওই ব্যক্তি একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি দল রবিবার রাত ১২ টার দিকে গোদাগাড়ী থানার বালিয়াঘাট্টা কাশিমপুর গ্রামে অভিযান চালায়।
এসময় ৩টি বিদেশী পিস্তল, ৭ টি ম্যাগাজিন, ১৯ রাউন্ড গুলি ও নগদ টাকাসহ রবিউল ইসলাম (২৫) নামের একজনকে গ্রেফতার করে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার তাহেরপুর গ্রামে। বাবার নাম শরিফুল ইসলাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল জানিয়েছে, অবৈধভাবে সংগ্রহ করা অস্ত্রগুলোর চালান বিক্রির জন্য তৈরি রাখা হয়েছিলো। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।