রাজশাহীতে কবর থেকে লাশ চুরি করতে গিয়ে দিলিপ দাশ (৫২) নামের এক কবিরাজ স্থানীয়দের হাতে আটক হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের রসুলপুর গ্রামের একটি কবরস্থান থেকে তাকে আটক করা হয়।
আটক দিলিপ দাশ ওই গ্রামের মৃত যতনের ছেলে। তিনি কবিরাজি করে জীবিকা নির্বাহ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাতিনের কবরে বাঁশের বেড়া খোলা দেখে এগিয়ে যান লুৎফর রহমান। এসময় দিলিপ কবর থেকে উঠে আসলে ভয় পেয়ে তিনি চিৎকার দিয়ে দৌড় দেন। তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে তাকে হাতে নাতে আটক করে।
পরে লুৎফর রহমান বলেন, ‘মাস খানেক আগে সম্ভাবা নাতনি রান্না করতে গিয়ে শাড়িতে আগুন লেগে গুরুত্বর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই সপ্তাহ আগে তার মৃত্যু হয়। আগুনে পোড়া ব্যক্তির লাশ বলেই হয়ত কবিরাজ দিলিপ তার কঙ্কাল চুরি করতে চেয়েছিল। তবে স্থানীয়রা হাতে-নাতে ধরে ফেলার কারণে সে ধরা পড়ে।’
এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) নিত্য পদ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃত ব্যক্তির দেহের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।’