রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী এলাকায় দুর্বৃত্তরা একটি বাসায় ঢুকে তিনজনকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রুহুল কুদ্দুস বাবু (৪৫), ইয়াসমিন আক্তার (৪০) ও মাহমুদা মেহরিন কিবরিয়া (১৬)। এদের মধ্যে রুহুল কুদ্দুস বাবুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার বিষয়টি শুনেছি। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনো তেমন কিছু জানা যায়নি, বিস্তারিত জানলে পরবর্তীতে জানানো হবে।