রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে অভিযান চালাচ্ছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে এ অভিযান শুরু হয়। বেলা ৩টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অভিযানে হাসপাতালের ভেতরে ও চত্বরে থাকা ২৩ দালালকে আটক করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বলে জানান তিনি।
এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, দুপুর থেকে মিটফোর্ড হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালাচ্ছেন র্যাব-১০-এর সমন্বয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। অভিযানে অবৈধভাবে হাসপাতালে প্রবেশকারী ২৩ দালালকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।