দীর্ঘদিন ধরেই একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের মাধ্যমে নিষিদ্ধ সেক্স টয় বিক্রি ও হোম ডেলিভারি করে আসছে। এসব সেক্স টয় বিক্রি করার অভিযোগে এবার ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে সিআইডি। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় বিপুল পরিমাণ সেক্স টয় জব্দ করে। সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে। তারা সবাই ফেসবুকে সেক্স টয় বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল।
এ বিষয়ে আগামীকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।