রাঙ্গামাটি সদরের বসন্ত পাড়ায় দুই পাহাড়ি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজন চাকমা যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। আটকরা হলেন জুরাছড়ি উপজেলার রাসেল চাকমা এবং রুবেল চাকমা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৫ ডিসেম্বর) খ্রীস্টানদের বড় দিন উপলক্ষ্যে বসন্ত পাড়া চার্চে ধর্মীয় অনুষ্টানে যোগ দিতে বসন্ত পাড়ায় যায় দুই চাকমা তরুণী। তাদেরকে সেখানে চারজন পাহাড়ি ছেলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা কোতয়ালী থানায় বাদি হয়ে অভিযোগ করলে চারজন আসামির মধ্যে দুইজনকে আটক করা হয়।