রংপুর নগরীতে ৮ম শ্রেণিতে পড়ুয়া নিজের মেয়েকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগে পিতা আব্দুল মাজেদ (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে রংপুর নগরীর দক্ষিণ কামার পাড়ার সাজু মিয়া ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মেয়েটির মা বাদি হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মেয়েটির মা বলেন, আমার স্বামী মাদকাসক্ত। মেয়েকে বাসায় রেখে বাসাবাড়িতে কাজে যাই। মেয়েকে বাসায় থাকতে বলি, কিন্তু বাড়িতে থাকতে চায় না। পরে মেয়েকে মারধর করলে সে বলে, মা বাসায় থাকি কিভাবে, বাবা ভালো না। আমার গায়ে হাত দেয়। খারাপ কাজ করে।
রংপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত হোসেন আলী জানান, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। মেয়েটি বর্তমানে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য রমেক হাসপাতালে পাঠানো হবে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।